উন্নয়নের অপ্রতিরোধ্য গতি কেউ থামাতে পারবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটানা ক্ষমতায় আওয়ামীলীগ। এ জন্যই দেশের উন্নয়ন হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে ।
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে এবারের ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় টিকে আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে মন্তব্য করে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ। তাই উন্নয়নের এ অপ্রতিরোধ্য গতি কেউ থামাতে পারবে না। ফায়ার সার্ভিসের জন্য নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংস্থাটি যেন উচ্চ ক্ষমতাসম্পন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপ নেয়, সেই লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে। ফায়ার ফাইটারদের ট্রেনিংয়ে সব জেলায় ৫ একর এবং ঢাকা জেলায় ১০ একর করে জমি বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সেবার মান বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধার দিকেও আমরা দৃষ্টি দিয়েছি।