উয়েফা নেশনস লিগের এ’ক্যাটাগরির গ্রুপ টু’র লড়াইয়ে বড় জয় পেলো পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর দল ৪-০’তে উড়িয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্রকে। এই জয়ে সেমিফাইনাল থেকে মাত্র ১ পয়েন্ট দূরে পর্তুগীজরা। এদিকে, বিশ্বকাপের দুই মাস আগে সুইজারল্যান্ডের কাছে বিবর্ণ স্পেন।
ম্যাচের শুরু থেকে দাপট দেখানো পর্তুগাল, জোড়া গোলের লিড পায় প্রথমার্ধেই। ইনজুরি টাইমে নিজেদের ডিবক্সে হ্যান্ডবল করেন রোনালদো, পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকার প্যাট্রিক শিক মিস করেন শট। ৫২ মিনিটে আবারো স্কোরশিটে নাম তোলেন পর্তুগিজ রাইটব্যাক দালোত। গোলের একাধিক সুযোগ হাতছাড়া করা রোনালদোর অ্যাসিস্টে পর্তুগিজদের ৪-০ গোলের জয় নিশ্চিত হয়। আরেক ম্যাচে, উয়েফা নেশন্স লিগে, বড়সড় ধাক্কা খেয়েছে স্পেন। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে, স্ট্রাইকার মিত্রভিচের হ্যাটট্রিকে সার্বিয়া ৪-১ গোলে হারিয়েছে সুইডেনকে।