উৎপাদন বৃদ্ধি ও সঞ্চয় বাড়াতে পারলে সামনের খাদ্য সংকট মোকাবিলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, গ্রামীন অর্থনীতিকে উন্নত , সমৃদ্ধশালীও বেকার সমস্যা দুর করতে গনমূখী সমবায়ের কোন বিকল্ল নেই।
এবার মোট ৯টি সমবায় সমিতি এবং একজকে জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রদান করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সবকিছুর দাম বাড়ছে। এই মুহুর্তে রিজার্ভ ব্যবহার করে বাংলাদেশের মতো পৃথিবীর অন্যান্য দেশকেও চলতে হচ্ছে। আর এই আমাদের মিতব্যয়ী হতে হবে। পরিস্থিতি মোকাবিলায় এসময় তিনি যুবসমাজকে সমবায়ের মাধ্যমে কৃষিকাজে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। বিদ্যুৎ পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকটও কেটে যাবে। তবে এক্ষেত্রেও সবাইকে মিতব্যায়ী হতে হবে। এ সময় তিনি বলেন, বিএনপির শাসন আমলে দেশে ব্যাপক খাদ্য ঘটতি ছিলো এবং দেশকে পরনির্ভরশীল করে রেখেছিলো। কিন্তু বর্তমান সরকার দ্বয়িত্ব নেওয়ার পরই দেশকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়েছে এবং খাদ্য উৎপাদন ও পুষ্ঠির যোগানের ক্ষেত্রে স্বয়ংসম্পুর্নতা অর্জন করতে সক্ষম হয়েছে।