একজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

0

দেশজুড়ে চলমান সরকার-বিরোধী বিক্ষোভে সহিংসতা চালানোর দায়ে প্রথম একজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বৃহস্পতিবার সকালের দিকে মোহসেন শেকারি নামের ওই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে দেশটি।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলছে, বিপ্লবী গার্ড বাহিনীর একটি আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার সকালে তার ফাঁসি কার্যকর করা হয়। তাকে দাঙ্গাবাজ হিসেবে আখ্যা দিয়ে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর তেহরানে আধা-সামরিক বাহিনীর এক সদস্যের ওপর ছুরি হামলা চালিয়েছিলেন মোহসেন। তবে আন্দোলনকারীরা বলছেন, লোক দেখানো বিচারের মাধ্যমে মোহসেনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। গত ১৩ সেপ্টেম্বর ঠিকমতো হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশের কাছে গ্রেপ্তার হন কুর্দি তরুণী মাসা আমিনি। তিন দিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। এর জেরে দেশটিতে টানা দুই মাসের বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর তাণ্ডবে নিহত হন অন্তত ৪০০ বিক্ষোভকারী। আটক করা হয় হাজার হাজার প্রতিবাদকারীকে।

Share.

Comments are closed.