ধর্মের নামে কিছু জঙ্গিগোষ্ঠী, রাজনৈতিক দল দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতার বিঘ্ন ঘটানোর অপতৎপরতা চালাচ্ছে। তাদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশে যদি অর্থনৈতিক উন্নয়ন না হয় তাহলে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
শনিবার সকালে নটরডেম কলেজে কারিতাসের জাতীয় পর্যায়ে সূবর্ণজয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী আরও বলেন, এখন কিছুদিন যাবৎ দেখছি দেশে কিছু বড় রাজনৈতিক দল হুমকি দিচ্ছে তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে। যার মাধ্যমে দেশে একটি রাজনৈতিক দল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সৃষ্টির চেষ্টা করছে। আর নির্বাচিত সরকার হিসেবে সরকারের দায়িত্ব দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। সরকার সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে।