তাইজুলের ৫ উইকেটে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। মিরপুরে টসে জিতে আয়ারল্যান্ড আগে ব্যাট করতে নামলে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম।
অতিথিদের রান যখন ১১ তখন ১ রান করা আইরিশ ওপেনার মারে কমিন্সকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরিফুল। এর পর দলীয় ৪৮ রানের ভেতরে জেমস ম্যাককলাম ও অধিনায়ক এন্ডি বালবার্নিকে আউট করে প্রতিপক্ষকে চাপে ফেলে বাংলাদেশ। সে চাপ সামলিয়ে হ্যারি টেকটর ও কারটিস কেম্ফর জুটি গড়ে আয়ারল্যান্ডকে এগিয়ে নিতে থাকেন। ৭২রানের জুটি ভাঙ্গে দলীয় ১২২ রানে ৫০ রান করা টেকটরকে মিরাজ বোল্ড করলে। মাত্র ৩ রানের ব্যবধানে তাইজুল মিরাজদের ঘূর্নিতে ৩ উইকেট হারিয়ে আরেকদফা ধ্বসে ১২৪ রানেই ৬ উইকেটের পতন হয় অতিথিদের। সেখান থেকে দলকে টেনে নেন লরকান টাকার, এন্ডি ম্যাকব্রায়ান, মার্ক এডায়াররা। তাদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২০০ রানের কোটা পার করে আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে তাইজুল ৫৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। মিরাজ ও এবাদত ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেটে ৩৪ রান করেছে বাংলাদেশ।