করোনা মহামারির কারণে গেলো কয়েক বছরের তুলনায় এবার প্রায় শুরু থেকেই জমে উঠতে শুরু করে একুশে বইমেলা। ছুটির দিন হওয়ায় শুক্রবার মেলা প্রাঙ্গন ছিলো আরও বেশি প্রণবন্ত। তবে কাগজের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে বইয়ের দাম। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা-বিক্রেতাদের মাঝে।
একুশে বইমেলা শুরু হওয়ার কয়েকদিন দর্শনার্থীদের তেমন ভিড় না থাকলেও শুক্রবার সাপ্তাহিক ছুটি দিনে পূর্ণতা পেয়েছে। দুপুর গড়ানোর আগেই বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান লেখক, প্রকাশক, পাঠক ও ক্রেতা-দর্শনার্থীতে ভরে ওঠে। এই বিশাল প্রান্ত এবছর সত্যিকার অর্থেই মেলা হয়ে উঠেছে, জানান দর্শনার্থীরা। করোনা সংক্রমণ কমে আসায় এবারের বইমেলায় ঘুরে ঘরে পছন্দের লেখকের বই কেনার অবারিত সুযোগ পেলেন পাঠক। এবার বইয়ের দাম বাড়ায় অস্বস্তির মধ্যে প্রথম থেকেই পাঠকের সাড়া পাওয়া যাচ্ছে। তাতে বিক্রি আগের বছরগুলোর চেয়ে বেশি হবে বলে মনে করছেন বিক্রয়কর্মীরা। মেলায় ক্রেতার চেয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যা বেশি। তবে ক্রেতার আগমনও বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা।