এক সপ্তাহ ধরে আন্দামান সাগরে আটকে রয়েছে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী নৌকা

0

জাতিগত রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকা এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দামান সাগরে আটকে রয়েছে। নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার পর থেকে তারা ওই অবস্থার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে সাগরে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এই আহ্বান জানায়। এছাড়া থাইল্যান্ড পুলিশ ৪৮ রোহিঙ্গাকে আটক করেছে বলে জানা গেছে। আন্দামান সাগরে ভাসমান অবস্থায় থাকা প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধারে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনসিএইচআর বলেছে, ‘নৌকায় আটকে থাকা এসব রোহিঙ্গা শরণার্থী কয়েকদিন ধরে খাবার ও পানি ছাড়াই সেখানে রয়েছেন। চরম পানিশূন্যতায় ভুগছেন তারা। এসব মানুষকে উদ্ধার না করা হলে এবং নিরাপদে সাগর থেকে সরানো না হলে আগামী দিনে অতিরিক্ত প্রাণহানির আশঙ্কা রয়েছে।’ মিয়ানমার এবং বাংলাদেশ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে রোহিঙ্গা শরণার্থীদের ঝুঁকিপূর্ণ নৌকাযাত্রা ‘নাটকীয় ভাবে বৃদ্ধি’ পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Share.

Comments are closed.