এক সময় ইন্ডাস্ট্রি আগুনে জ্বালিয়ে দেওয়া হতো

0

এক সময় একটার পর একটা ইন্ডাস্ট্রি আগুনে জ্বালিয়ে দেওয়া হতো। মালিকদের কেউ কেউ যখন শ্রমিকদের বেতন দিতে পারতেন না তখন বিক্ষোভ, ভাঙচুর, জ্বালাও-পোড়াও হতো। কিন্তু এখন সে অবস্থা আর নেই। বৃহস্পতিবার দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ বছর আগের পুলিশ ও বর্তমান পুলিশ একদম আলাদা। বর্তমান পুলিশ দক্ষ বিচক্ষণ। তাদের হাতেই শিল্প পুলিশের নিয়ন্ত্রণ। ব্যবসায়ী নেতাদের পরামর্শে প্রধানমন্ত্রী শিল্প পুলিশ গঠন করে দেয়ার পর সে অবস্থা বদলেছে। ঢাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করার ইচ্ছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকায় আর লোক সংখ্যা বাড়ানো যাবে না। ঢাকায় শিল্প গড়তে নিরুৎসাহিত করা হচ্ছে। শিল্প পুলিশ কাজ করছে বলেই আজ শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Share.

Comments are closed.