এনআইডি অন্যত্র চলে গেলে নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে

0

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশন থেকে নিয়ে নেওয়া হলে নির্বাচনে স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্থ হবে। তাই এটি সরকারের অন্য কোনো বিভাগের হাতে না নেওয়ার দাবি তুলেছেন ইসি কর্মকর্তারা।

রোববার নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে দাবি জানিয়ে তারা একটি স্মারকললিপি জমা দেয়ার পর কর্মকর্তাদের পক্ষে এ মন্তব্য করেন নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের মহাসচিব হাসানুজ্জামান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এনআইডি অন্যত্র চলে গেলে নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। ইভিএমের মাধ্যমে যে নির্বাচন করতে যাওয়া হচ্ছে, সেখানে সরাসরি এনআইডির ব্যবহার হয়। এতে ডাটাবেজ অন্য কোথাও থেকে আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে।

Share.

Comments are closed.