এবছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। যেটি হয়েছে সেটি একজন কেন্দ্র সচিব ভুলে অনেকগুলো প্রশ্নের প্যাকেট একসাথে নিয়ে চলে গেছেন। এটি কিভাবে হয়েছে তা খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে সম্পীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই একটি জায়গায় যে ভুল প্রশ্নপত্র দেয়া হয়েছে, সেটি বিজি প্রেসে প্রশ্ন যখন প্যাকেট হয় তখন ভুল প্যাকেট করা হয়েছে। যার সমাধানে কাজ করা হচ্ছে ।

Share.

Comments are closed.