পর্যটন শিল্পের উন্নয়ন সাধনের পাশাপাশি দেশের ট্যুরিজম শিল্পকে বিকশিত করার লক্ষ্যে আন্তর্জাতিক মানের একটি ট্রাভেল ও ট্যুরিজম মেলার আয়োজন করতে যাচ্ছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব ও এয়ারএসট্রা।
মেলার আয়োজন উপলক্ষে শনিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আটাব ও বেসরকারি বিমান এয়ার-এসট্রার মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় এয়ারএসট্রা নামের নতুন একটি বেসরকারি বিমান পরিবহনের যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের এ মেলা বাংলাদেশের ট্যুুরিজম শিল্পে নতুন একটি দ্বার উন্মোচিত করবে।