এরশাদের শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ১ সেপ্টেম্বর

0

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল আগামী ১ সেপ্টেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৭ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত সভা থেকে ইসি সচিব মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়। এ জন্য উপনির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি গত ১৪ জুলাই বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী আসনটিতে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

Share.

Comments are closed.