এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত নারী দল

0

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত নারী দল। এটি তাদের সপ্তম শিরোপা। একপেশে ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো নাস্তানাবুদ করেই, এশিয়ার শ্রেষ্ঠত্বের মসনদে বসলো তারা। রেনুকা-রাজেসওয়ারিদের বোলিং তোপে ৬৫ রানে থামে লঙ্কান ব্যাটারদের ইনিংস। জবাবে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় হারমানপ্রীত কৌর বাহিনী।

ফাটা উইকেটে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা টস জিতে আগে ব্যাট করার সিন্ধান্ত কতোটা বোকামির তা তাদের প্রথম ৫ ব্যাটার ইনিংস সামারি দেখলে বোঝা যায়। ৬,২,১,৬ এবং শূ্ন্য। এরমধ্যে প্রথম দুই উইকেট হারায়, রান আউটে। সর্বোচ্চ ১৮ রানের হার না মানা ইনিংস খেলেন ইনোকা রানাওয়েরা। আর ১৩ রান করেন ওসাহডি। তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৬৫ রান সংগ্রহ করে নারী দল। রেনুকা তিনটি আর রাজেসওয়ারি ও স্নেহ রানা নেন দুটি করে উইকেট।

শিরোপা জয়ের হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায়, টার্গেট যখন ছোট তখন দুই ওপেনার, শ্রীমতি ভান্ডারা এবং শেফালি ভর্মার আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের মুহুর্ত খোঁজার অপেক্ষায় ভারতীয়রা। তবে দলীয় ৩২ রানে ব্যক্তিগত ৫ রান করা শেফালিকে ফেরান লঙ্কান স্পিনার ইনোকা। এরকিছুক্ষণ পরেই ফেরেন রড্রিগস। তাতে কোনো অঘটন হয়নি ভারতীয়দের। ৮ ওভার তিনবলে জয় তুলে নেয় তারা। ইতিহাসের পুনরাবৃত্তি কি করে করতে হয় তা আবারো শিখিয়ে দিলো ভারত নারী দল।

Share.

Comments are closed.