বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ফারুক-মন্টু প্যানেল। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ সমর্থিত এই প্যানেল হারিয়েছে চেঙ্গস-শাহ আলম প্যানেলকে।
জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলায় সকাল ১০টায় শুরু হয় ভোটগ্রহণ। আর তা চলে বিকেল ৩টা পর্যন্ত। ১২০ জন ভোটারের মধ্যে ১১৭ জন ভোট দিয়েছেন। ২৭টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে সহ-সভাপতি ৫টি, সাধারণ সম্পাদক ১টি, যুগ্ম সাম্পদক ২টি, কোষাধ্যক্ষ ১টি ও সদস্য পদ ১৯টি।
৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রকিব মন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ আলম পেয়েছেন ১৯ ভোট। নির্বাচিত হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করার কথা জানিয়েছেন আব্দুর রকিব মন্টু।
৫টি সহ-সভাপতি পদেই বিজয় ফারুক-মন্টু প্যানেল থেকে। সবচেয়ে বেশি ১১১ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন নুর উদ্দিন চৌধুরী নয়ন। এছাড়া ফারুকুল ইসলাম ৯৬, জায়েদুল আলম ৯৩, মোর্ত্তজা রশিদী দারা ৯৩ ও তোফাজ্জল হোসেন ৮০ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন।