বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পরই বিএনপির পদযাত্রায় হামলা চালিয়েছিলো পুলিশ।
সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করা হয়। অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, বেশি বাড়াবাড়ি করলে জনগণই উপযুক্ত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এসময় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য নেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।