ওয়ালটন কাপ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের উইমেন্স ইভেন্টে স্বর্ণ জিতেছেন জিম জোনের আফিয়া জান্নাতুল আনিকা। রৌপ্য পদক পান ফিটনেস প্লানেট জিমের আশা পারভীন। আর ব্রোঞ্চ জিতেন ফিটনেস টুডের জুলিয়েট বাড়ৈ।
মেনস ফিজিক ইভেন্টের ১৬৬ সেন্টিমিটার ক্যাটাগোরিতে স্বর্ণ জিতেন চেরিড্রপসের আনোয়ার মোল্লা। রৌপ্য জিতেন আয়রন ওয়ারিয়রস জিমের ডশহাব আর ব্রোঞ্জ জিতেন ইয়ুথ ফিটনেস জোনের তন্ময় সাহা। বিকেলে এনএসসি টাওয়ারের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।