কক্সবাজারে গোলাবারুদ ও শর্টগানসহ তিন রোহিঙ্গা আটক

0

কক্সবাজারের উখিয়ায় গোলাবারুদ ও শর্টগানসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। সকালে ময়নারঘোনা ১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ১৮নং ক্যাম্পের মোহাম্মদ জলিলের পুত্র হাফিজ উল্লাহ, আমির হাকিমের পুত্র নুরুল ইসলাম ও সৈয়দ আহমেদের পুত্র মোহাম্মদ জাবের। বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়নারঘোনা ক্যাম্প থেকে ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় শর্টগান, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড রাইফেলের গুলি, ৬ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

Share.

Comments are closed.