কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত

0

কক্সবাজারের উখিয়ার বালুখালি ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে জসিম উদ্দিন নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার ভোর চারটার দিকে বালুখালির ক্যাম্প-১০ এর ৩৪ নাম্বার ব্লকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানাযন, নিহত জসিমকে দুষ্কৃতিকারীরা তার বসতঘর থেকে জোরপূর্বক বের করে রাস্তার উপরে নিয়ে এসে বুকে ও হাতে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই নিহত হন জসিম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Share.

Comments are closed.