কক্সবাজারে স্রোতের টানে ভেসে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

0

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে তাহসিন নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাহসিনের আরও দুই বন্ধুকে।

শুক্রবার সকালে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাহসিন নিখোঁজ হয়, পরে বিকেল ৪টার দিকে নিখোঁজের ৯ ঘন্টা পর শৈবাল পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে লাইফগার্ড ও বীচ কর্মীরা। তারা পরিবারের কাউকে না জানিয়ে কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলো। বিষয়টি নিশ্চিত করে, কক্সবাজার পর্যটন জোনের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share.

Comments are closed.