কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৫০ জন নিহত

0

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৫০ জন নিহত হয়েছে। চলতি সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় কিশিশে শহরে এই ঘটনা ঘটে। তবে বিদ্রোহী গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর সেনাবাহিনী এবং জাতিগত টুটসি গোষ্ঠীর নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী এম২৩ মুভমেন্টের মধ্যে দেশটির পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে লড়াই চালছে। এতে করে ওই এলাকাটি বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এম২৩ মুভমেন্ট গ্রুপের রাজনৈতিক মুখপাত্র লরেন্স কানিউকা এক বিবৃতিতে বলেছেন, ‘কিশিশেতে বেসামরিক মানুষের ওপর হামলা নিয়ে এম২৩ আন্দোলনের বিষয়ে যে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি।’

Share.

Comments are closed.