কবে রানে ফিরবেন তামিম ?

0

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের প্রায় সব ব্যাটিং রেকর্ডই তার দখলে। টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি তিন ধরনের ক্রিকেটেই সবচেয়ে বেশি রান তার। এই তিন ধরনের ক্রিকেটেই সবচেয়ে বেশি সেঞ্চুরিও তার দখলে। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বলা হয় তাকে। সেই তামিম ইকবালই কিনা রানের জন্য ২২ গজে সংগ্রাম করে চলেছেন।
বিশ^কাপের পর শ্রীলংকা সফরেও রান নেই তামিমের ব্যাটে। অধিনায়কের বাড়তি দায়িত্ব তার কাঁধে। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে কোন রান না করেই আউট হয়েছিলেন। এবার দ্বিতীয় ম্যাচে ফিরলেন ১৯ রান করে।
এ বছরটা মোটেই ভালো যাচ্ছে না তামিমের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রান করে বছর শুরু করেছিলেন। এ বছর এখন পর্যন্ত কোন সেঞ্চুরির দেখা পান নি। ১৭ ইনিংসে হাফ সেঞ্চুরি মাত্র তিনটি। সর্বোচ্চ ৮০ রান ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২৫ দশমিক ৮৮ গড়ে এ বছর ৪৪০ রান করেছেন তামিম। এর চেয়ে কম ব্যাটিং গড় ২০১১ সালে ও ক্যারিয়ারের শুরুতে ২০০৭ সালেই শুধু ছিল তামিমের ব্যাটে।
বিশ^কাপেও রান খরায় ভুগেছেন তামিম ইকবাল। একমাত্র ফিফটি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অথচ তামিমের দিকেই তাকিয়ে ছিল পুরো দেশ। প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। ভেন্যু বদলাচ্ছে। কিন্তু ভাগ্য বদলাতে পারছেন না তামিম ইকবাল। কবে রানের ফোয়ারা ছুটবে তামিমের ব্যাটে। সেই অপেক্ষায় টাইগার ভক্তরা।

Share.

Comments are closed.