কয়েক ঘণ্টার আগুনে পুড়ে ছাই আনোয়ার, মিরাজ কাজী, সোহেলদের স্বপ্ন

0

কয়েক ঘণ্টার আগুনে পুড়ে ছাই আনোয়ার, মিরাজ কাজী, সোহেলদের ২০/ ৩০ বছরের স্বপ্ন। অনেক শ্রম আর চড়াই-উৎরাই পেরিয়ে নিজেদের স্বপ্নকে গড়ে তুললেও সেই চোখগুলোতে এখন কেবলই শূণ্যতা আর বুক জুড়ে হাহাকার।

ফরিদপুরের বাবলু। ১৫ বছর আগে এখানেই ঘাটি গাড়েন জীবনের স্বপ্ন নির্মানের। একটু একটু গড়ে তোলা ২০ বছরের সেই স্বপ্নের ফসল নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে তার। তিন ছেলে-মেয়ে আর ৬ কর্মচারিসহ তার ঠিকানা এখন পথের ধারে। বাবলুর মতোই লক্ষীপুরের আনোয়ার, মুন্সিগঞ্জের সোহেল হোসেন কিংবা গোপালগেঞ্জের মিরাজ কাজীদের সবার গল্প যেন এখানে একই সুতোয় বাঁধা। গত পরশুও যেখানে রঙিন কাপড়গুলো মোড়ানো ছিল স্বচ্ছ পলিব্যাগে, আজ সেই সব কাপড়ের রঙ একই- ধূসর-বিবর্ণ। পরশুও ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে যে বাজার ছিল জমজমাট আজ সেখানে ধ্বংসস্তুপ আর হাহাকার। নতুন কাপড়ের গন্ধের বদলে সেখানে শুধুই পোড়া গন্ধ। প্রায় দেড়দিন পর এসেও জ্বলছে আগুন। বঙ্গবাজারের পাশপাশি এনেক্সকো টাওয়ারেও স্থায়ীভাবে নেভেনি আগুন। ঠিক যেন সব হারা মানুষগুলোর জীবনের বাকি সময়ের মতোই।

Share.

Comments are closed.