করিম বেনজেমার হ্যাটট্রিকে কোপা দেলরে সিমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ফাইনালে উঠেছে লস ব্ল্যাঙ্কোসরা।
সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে বার্সার কাছে ১-০ গোলে হেরেছিলো রিয়াল। ফাইনালে উঠতে তাই বার্সার মাঠেই জিততে হতো দুই গোলের ব্যবধানে। ক্যাম্প নূ-তে সেই কাজটি অসম্ভবই মনে হচ্ছিলো ৪৫ মিনিট পর্যন্ত কোন গোল না হওয়ায়। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে রিয়ালকে কাঙ্খিত লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে করিম বেনজেমা হ্যাটট্রিক করলে বার্সাকে উড়িয়ে দিয়ে বড় জয়ে ফাইনাল নিশ্চিত রিয়ালের। বেনজেমা গোল তিনটি করেন ৫০,৫৮ ও ৮০ মিনিটে।