করোনার পর থেকে সার্কভুক্ত দেশগুলো অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা। তাদের মতে, বর্তমান অবস্থা পাল্টাতে বেসরকারি খাতকে মূখ্য ভূমিকা রাখতে হবে। এই খাতের কারণেই সরকার বিভিন্ন নীতি পরিবর্তন করে। সার্কভুক্ত দেশের উন্নয়নে বেসরকারি খাত ও ব্যবসায়ীরা সরকারকে সহায়তা করতে পারে। বুধবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আঞ্চলিক শক্তিকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার উন্নতির জন্য সার্কের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা।
অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে সার্কভুক্ত দেশগুলো। কারণ করোনায় এসব দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এমন মত প্রকাশ করে সার্ক দেশের প্রতিনিধিরা বলেন, বর্তমান অবস্থা বদলাতে বেসরকারি খাতকে মূখ্য ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়নে এই খাত ও ব্যবসায়ীরা সহায়তা করতে পারে সরকারকে। সেমিনারে তারা আরও বলেন, সার্কভুক্ত দেশগুলো নিজেদের মধ্যকার সমস্যা সমাধান না করার ফলে অনেক সম্পদ থাকার পরও আঞ্চলিক শক্তিকে কাজে লাগাতে পারছে না। প্রতিবেশি দেশ ভিজিট করে নিজেদের মধ্যকার দুরত্ব কমানোর পাশাপাশি ব্যবসা বৃদ্ধির আহ্বান জানান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।