কানে শোনার সেবা প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপি বিশেষ চিকিৎসা সেবা শুরু

0

স্বল্প শ্রবণক্ষম ও বাকপ্রতিবন্ধী সহস্রাধিক মানুষকে কানে শোনার সেবা প্রদানের লক্ষ্যে দুই দিনব্যাপি রাজধানীর সিএমএইচে শুরু হয়েছে বিশেষ চিকিৎসা সেবা। রোববার সকালে ১০ জন রোগীর সার্জারী করা হয়।

স্বল্প শ্রবণক্ষম ও বাকপ্রতিবন্ধীদেরকে বিশ্বব্যাপী বিশেষ চিকিৎসা সেবার অংশ হিসেবে হিয়ারিং ইমপ্লান্ট-এর উপর আন্তর্জাতিক সম্মেলন এবং সার্জিক্যাল প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত এদিন। এতে বক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২০শতাংশ শ্রবণশক্তির সমস্যা নিয়ে জীবনযাপন করছেন। ২০১৫ ও ২০২০ সালে সিএমএইচ ঢাকা ও চট্টগ্রামের ইমপ্লান্ট সেন্টারটিতে এ পর্যন্ত সর্বমোট ৪২৮ টি সার্জারী সম্পন্ন হয়েছে।

Share.

Comments are closed.