আগামীকাল ১৫ সেপ্টেম্বর থাইল্যান্ডের চুনবুরিতে পর্দা উঠছে এএফসি আন্ডার সিক্সটিন ওমেন্স চ্যাম্পিয়নশিপের। আট দলের অংশগ্রহণে টুর্নামেন্ট হবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
অনূর্ধ্ব-১৬ এই টুর্নামেন্টের এটি ৮ম আসর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। জাপান ও উত্তর কোরিয়া সবচেয়ে বেশি তিনবার করে শিরোপা জিতেছে। টুর্নামেন্টের সেরা দুই দল আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ফিফা আন্ডার সেভেনটিন ওমেন্স ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
এবারের আসরে এ গ্রুপে লড়বে স্বাগতিক থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। আর বি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম।
টুর্নামেন্ট শুরুর দিনই স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এবার নিয়ে এই টুর্নামেন্টে দ্বিতীয়বার খেলছে বাংলাদেশের মেয়েরা। গত আসরে বাংলাদেশের কোন সুখের স্মৃতি না থাকলেও এবার ভিন্ন কিছু করে দেখাতে চায় মারিয়া মান্ডারা।
কন্ডিশনের সাথে মানিয়ে নিতে গত ৫ সেপ্টেম্বর থাইল্যান্ড গিয়েছে বাংলাদেশ দল। আর সেখানে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। কোচ গোলাম রব্বানী ছোটন আশাবাদী বাংলাদেশ এবার প্রতিদ্বন্দ্বিতা করবে। আর বাংলাদেশের যে উন্নতি হয়েছে সেটাও তুলে ধরতে পারবে। থাইল্যান্ডের বিপক্ষে সেরাটা দিয়ে মেয়েরা ভালো ফলাফল করবে বলে বিশ্বাস করেন গোলাম রব্বানী ছোটন।