জিম্বাবুয়েকে হারাতে পারলে ফাইনালে জায়গা করে নেবে সাকিবের দল। তখন তিন ম্যাচে জিম্বাবুয়ের ভান্ডার শূন্যই থাকবে। শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে জিতলেও আর লাভ হবে না তাদের।
তাই টাইগারদের জন্য আগামীকাল বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরতি লড়াইয়ের ম্যাচটি হচ্ছে ফাইনাল নিশ্চিতের ম্যাচ।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং ছিল ছন্নছাড়া। তবে মোসাদ্দেকের সঙ্গে আফিফ হোসেনের ৮২ রানের দুর্দান্ত জুটিতে রক্ষা হয় তাদের। ৩ উইকেটে জিতে সিরিজ শুরু করলেও আফগানদের কাছে হার আবার ভাবিয়ে তুলেছে স্বাগতিকদের।
ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসহীনতার ব্যাখ্যা দিলেন মোসাদ্দেক, ‘রানে না থাকলে যে কোনও ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসে ভাটা পড়বে, সেটাই তো স্বাভাবিক। আমরা ম্যাচটা হেরেছি ২৫ রানে। আমরা যদি আরেকটু হিসেবী খেলতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে।’
শেষ দুই টি-টোয়েন্টির দলে বড় ধরনের পরিবর্তন এসেছে। সৌম্য সরকার, মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত ও আবু হায়দার বাদ পড়েছেন, দলে ফিরেছেন শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।
শফিউল-রুবেল ছাড়া যে তিনজন এসেছেন, তারা পরীক্ষিত কেউ নন। হঠাৎ করে এমন অদল বদল দলে প্রভাব ফেলা অস্বাভাবিক নয়। অবশ্য নতুনদের নিয়ে আশাবাদী মোসাদ্দেক, ‘সবাই কিন্তু পারফর্ম করেই দলে এসেছে। আমাদের দলে একজন লেগ স্পিনারও দরকার ছিল। বিপ্লব (আমিনুল ইসলাম) এই কারণেই দলে। তার কাছে ভালো কিছু আশা করছি। আর নাঈম তো হাই পারফরম্যান্স টিমে ছিল, ওপেনিংয়ে যথেষ্ট প্রতিভাবান। আশা করি সেও সুযোগ পেলে ভালো করবে।