কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মির উপত্যকায় ভারতের সিদ্ধান্তের পর পাকিস্তানের ভূমিকা নিয়ে কথা বলেছেন ট্রাম্প-মোদি। এছাড়া ভারত-মার্কিন বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ও স্থান পেয়েছে তাদের আলোচনায়।
নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে সহিংসতা ও সীমান্ত সন্ত্রাস বন্ধে আপোষহীনতার কথা জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।