কুমিল্লায় দেশীয় অস্ত্র, ককটেল ও ইয়াবাসহ চারজন গ্রেফতার

0

কুমিল্লা বিসিক শিল্প নগরী এলাকায় দেশীয় অস্ত্র, ককটেল ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শনিবার কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধারসহ ওই আসামিদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ১৪টি ককটেল, ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই চক্রের মূলহোতা নয়ন চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে আগেই গ্রেফতার করা হয়। এছাড়া বোমা বানানোর মূলহোতা কামরুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

Share.

Comments are closed.