কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ৬ জন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামে মোটর সাইকেল এবং ইঞ্জিন চালিত নসিমন ও করিমনের ত্রিমূখী সংঘর্ষে অন্তত ৫জন আহত হন।
আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর মোটর সাইকেল আরোহী ছাব্বির ও আসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে রোববার সকালে দিকে কুষ্টিয়া—ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় ইঞ্জিনচালিত নসিমন ও বালু বোঝায় ট্রাকের মুখোমখী সংঘর্ষে নছিমনের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন ওই নছিমনটির আরও ২ যাত্রী।