কৃষি উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিরতণ অনুষ্ঠানে এই আহবান জানিয়ে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ায় সম্ভাব্য অর্থনৈতিক মন্দার কারণে অনেক দেশই খাদ্য সংকটে পড়বে। বাংলাদেশকে যাতে সেরকম কোন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, বরং অন্য অনেক দেশে খাদ্য সহায়তা পাঠাতে পারে, তা বিবেচনায় রেখে দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হবে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ আনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবার মাঝে একটা উদ্বেগ, ২০২৩ সালে দুর্ভিক্ষ-খাদ্যমন্দা দেখা দিতে পারে। তাই এক ইঞ্চি জমিও অনাবাদী না রেখে প্রত্যেকের সাধ্য অনুযায়ি কৃষি উৎপাদনে গুরুত্ব দিতে হবে। কৃষিক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি সাহায্যের আশায় অন্যরা চেয়েছিলো দেশ যাতে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ না হয়। দেশের কৃষিখাতে অবদান রাখায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়া হলো ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।