কৃষি রক্ষা করেই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে বলে আবারও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জানান, কৃষিতে উৎপাদন বাড়াতে সরকার নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ উচ্চশিক্ষা নিতে চাইলে সরকার তাদেরকে শিক্ষা ট্রাস্ট থেকে সহযোগীতা করবে। পাটের উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কৃষি গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। কৃষির উন্নয়নে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদেরকে এগিয়ে আসার আহবান জানান।