কেনিয়ায় খরার কারণে ২০৫টি হাতিসহ আরও অনেক বন্যপ্রাণির মৃত্যু

0

কেনিয়ায় খরার কারণে গত ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ২০৫টি হাতিসহ আরও অনেক বন্যপ্রাণির মৃত্যু হয়েছে। পূর্ব আফ্রিকার বেশিরভাগ অংশ ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা সহ্য করেছে এবছর।

গত শুক্রবার দেশটির পর্যটন মন্ত্রী পেনিনা মালোনজা জানান এসব তথ্য। যদিও শেষ পর্যন্ত এই অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। কেনিয়ার আবহাওয়া বিভাগ আগামী কয়েক মাস ধরে দেশের বেশিরভাগ অংশে গড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে। তবে কেনিয়ার বন্যপ্রাণির জন্য এবারের খরা পরিস্থিতির আশঙ্কা কমছে না। এক সংবাদ সম্মেলনে পর্যটন মন্ত্রী বলেন, খরা বন্যপ্রাণিগুলোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। খাদ্য সম্পদের ক্ষয়, একই সঙ্গে জলের ঘাটতি তৈরি হচ্ছে খরার কারণে। তিনি আরও বলেন, খরার কারণে ১৪টি প্রজাতির বন্যপ্রাণি ক্ষতির শিকার।

Share.

Comments are closed.