কেরানীগঞ্জের আঁটিবাজারে বিয়ের ৪০ দিনের মাথায় বিদ্যুৎস্পর্শে ইসমাইল ও কাজল নামে এক নবদম্পতির মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১২ টার দিকে উপজেলার আটিবাজারের সুজন হাউজিং এর ৯নং রোডের একটি ভাড়াবাড়ীতে প্রথমে স্বামী ও পরে স্ত্রী বিদ্যুৎপৃষ্ঠ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহত ইসমাইল ও কাজল দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা। তারা আটিবাজার সুজন হাউজিং এ শাহ আলমের বাড়ির চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ।