কোনো ব্যাংকই দেউলিয়া হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান। বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, একটা শ্রেণি অসৎ উদ্দেশ্যে এসব গুজব ছড়ায়।
কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠান শেষে দেশের ব্যাংকিং সেক্টর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, দু’একটি ঘটনার কারণে গোটা ব্যাংকিং ব্যবস্থা নিয়ে রায় দেওয়া উচিৎ নয়। এখানে আইন রয়েছে, কোথাও কোন অন্যায় হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিকভাবেই অর্থনৈতিক অবস্থা ভাল না থাকার কারণে সরকারও এখন কিছুটা চাপে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, একারণে প্রধানমন্ত্রী সবাইকে বলছেন মিতব্যয়ী হতে। দেশের মূল্যস্ফীতি আগের চেয়ে কিছুটা কমেছে। আগামী মাসে এটা আরও কমে যাবে। গত ১৫ থেকে ২০ বছরের তুলনায় বর্তমানে বাংলাদেশের আর্থিক সক্ষমতা অনেক বেড়েছে বলে এ সময় মন্তব্য করেন এম.এ মান্নান।