কোস্টগার্ডের নয় ঘন্টার অভিযানে ৬ ডাকাত আটক

0

টেকনাফে কোস্টগার্ডের নয় ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে ১৪ টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমান গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ৬ ডাকাত আটক করেছে কোষ্টগার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় ফিশিং বোটে অস্ত্রধারী একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পারে কোষ্টগার্ড । অভিযান চালাতে গেলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের বোট নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে স্পীড বোটটি টেকনাফ থানাধীন রঙ্গিখালীর কাছের খড়ের দ্বীপে ডাকাত সদস্যদেরকে নামিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে বনের মধ্যে লুকিয়ে থাকা অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

Share.

Comments are closed.