রপ্তানিকারক না হয়েও গ্রামে বসেই হাতে গড়া ‘নকশি কাঁথা’ ও ‘শতরঞ্চি’র মতো দেশীয় পণ্য বিশ্বে ছড়িয়ে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ক্রস বর্ডার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘একশপ গ্লোবাল’।
রোববার আগারগাঁও এর আইসিটি টাওয়ারে কেক কেটে এই প্লাটফর্মের উদ্বোধন করেন এটুআই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এর আগে একশপ এর হেড অব অপারেশন তৌফিক আহমেদের সঞ্চালনায় একশপ গ্লোবাল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এটুআই এর হেড অব ডিজিটাল বিজনেস রেজওয়ানুল হক জামি। চুক্তিবদ্ধ কোম্পানি এল-নিনো বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক ক্রস বর্ডার ট্রেডিং এর মাধ্যমে কীভাবে তরুণ উদ্যোক্তাদের আরো বেশি সুযোগ তৈরি হবে তা তুলে করেন।