ইসরায়েলে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এটি ছিল গত চার বছরেরও কম সময়ের মধ্যে সেখানকার পঞ্চম নির্বাচন। বুথফেরত জরিপ বলছে, নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
কিন্তু ফিলিস্তিনিদের জন্য এটি মোটেও ভালো খবর নয়। কারণ উগ্র ডানপন্থি ও ফিলিস্তিনবিদ্বেষীদের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় ফিরছেন এ ইসরায়েলি নেতা। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ১২০ আসনের মধ্যে ৬২টি আসনে জিততে চলেছে নেতানিয়াহুর জোট। লিকুদ পার্টির নির্বাচনী সদর দপ্তরে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, তার দল বড় জয়ের দ্বারপ্রান্তে। নির্বাচনে জিততে নেতানিয়াহু এবার নির্ভর করছেন তীব্র ফিলিস্তিনবিদ্বেষী, ইহুদি জাতীয়তাবাদের সমর্থক, পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী নেতা ইতামার বেন-জিভির এবং উগ্র ডানপন্থি নেতা বেজালেল স্মোট্রিচের ওপর।