খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচীর ডাক দেওয়ায় মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পৌরসভা এলাকায় এই নির্দেশ বলবৎ থাকে।
সড়কে যানবাহন ও মানুষের চলাচলও অন্যান্য দিনের তুলনায় ছিলো কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে দেখা যায় পুলিশের উপস্থিতি। তবে চোখে পড়েনি বিএনপি কিংবা আওয়ামী লীগের নেতা-কর্মীদের। এর আগে পৌরসভার পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিলের আয়োজন করে দলটি। একই দিনে কাছাকাছি স্থানে সমাবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যাওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।