খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

0

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচীর ডাক দেওয়ায় মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পৌরসভা এলাকায় এই নির্দেশ বলবৎ থাকে।

সড়কে যানবাহন ও মানুষের চলাচলও অন্যান্য দিনের তুলনায় ছিলো কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে দেখা যায় পুলিশের উপস্থিতি। তবে চোখে পড়েনি বিএনপি কিংবা আওয়ামী লীগের নেতা-কর্মীদের। এর আগে পৌরসভার পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিলের আয়োজন করে দলটি। একই দিনে কাছাকাছি স্থানে সমাবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যাওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

Share.

Comments are closed.