খাদ্য নিরাপত্তায় অনেক ধরণের আইন থাকলেও তার বাস্তবায়ন নেই

0

নিরাপদ খাদ্য আইন প্রণয়নের পর সরকার ৬৪জেলায় খাদ্য আদালতও তৈরি করে দিয়েছে। খাদ্য নিরাপত্তায় অনেক ধরণের আইন থাকলেও তার বাস্তবায়ন নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। আর নিরাপদ খাদ্যের বিষয়টি নিশ্চিতকরণে শুধু মোবাইল কোর্ট দিয়ে কাজ হবে না। এর জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

জাতীয় সংসদ ভবনের এলডি মিলনায়তনে পুষ্টি নিশ্চিতকরণে নিরাপদ খাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে সব মন্ত্রালয়কে এক সাথে কাজ করতে হবে। এ সময় তিনি এর জন্য দুর্নীতিকেও দায়ি করেন। আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রী র্ভাচুয়ালি যুক্ত হয়ে বলেন, নিরাপদ খাদ্যের বিষয়টি নিশ্চিত করা না গেলে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ বেশি দূর এগোতে পারবে না। পুষ্টির চাহিদা মেটাতে প্রতেকের বাড়ির আঙ্গিনায় সবজি এবং ফলের গাছ লাগানোর আহবান জানান বক্তারা।

Share.

Comments are closed.