গণঅভ্যুত্থান নয়, বিএনপি গণআন্দোলনেরও ঢেউ তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকাল ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশীবাজারস্থ নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।
শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে ইভিএম চায় আওয়ামী লীগ, তবে তা সম্ভব কিনা এটা নির্বাচন কমিশনের ব্যাপার। বিএনপি গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কিছুই জানেনা মন্তব্য করে অনুষ্ঠানে বক্তারা বলেন, মিথ্যাচার সৃষ্টিকারী এদলকে রাজনীতি থেকে চিরদিনের মতো বিতাড়িত করা উচিত। বক্তারা বলেন, বিএনপি কখনো কোন আন্দোলনে ঢেউ তুলতে পারেনি, তাদের আন্দোলন নেতাদের মধ্যেই সীমিত।