গণআন্দোলনের মাধ্যমেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের হুঁশিয়ারি

0

গণআন্দোলনের মাধ্যমেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। আর এ আইন অসুস্থ পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে করেন মানবাধিকার কর্মী খুশি কবির। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে আলাদা অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সংখ্যালঘু ও সংবাদকর্মী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সকালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল সংবাদ সম্মেলন করে। সেখানে বক্তব্য দেন টিআইবির নির্বাহি পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, মানবাধিকার কর্মী খুশি কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী। বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এ আইনকে সরকারের টিকে থাকার হাতিয়ার উল্লেখ করেন। তিনি বলেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে লেখা বন্ধ করতে চাচ্ছে সরকার। এসময় তিনি পেশাজীবিদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তি পাওয়াদের সংগঠনের ব্যানারেও মানববন্ধন হয় প্রেস ক্লাবের সামনে। সেখানে বক্তারা, এই আইন বাতিলের জোর দাবি জানিয়েছেন।

Share.

Comments are closed.