গত দুই দশকে গঙ্গায় পানির মোট পরিমাণ কমেছে। শুধু গঙ্গা নয়, নদীর অববাহিকায় ভূগর্ভস্থ পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মঙ্গলবার জাতিসংঘের শাখা সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন- ডব্লিউএমও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ডব্লিউএমও জানিয়েছে, শুধু গঙ্গা নয়, দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়ার সাও ফ্রান্সিসকো নদীর অববাহিকা, সিন্ধু নদীর অববাহিকা এবং আমেরিকার দক্ষিণ-পশ্চিমে বিশাল নদীর অববাহিকায় একই ধরনের নিদর্শন দেখা গেছে। তবে নাইজার নদী অববাহিকা ও উত্তর আমাজন নদী অববাহিকায় এর বিপরীত চিত্র লক্ষ্য করা গেছে। সেখানে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পেয়েছে। ডব্লিউএমওর রিপোর্ট অনুযায়ী, জলবায়ু পরিবর্তন বিশ্বের ভূ-পৃষ্ঠের পানির সম্পদকে প্রভাবিত করছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হিমবাহ গলে যাওয়ায় নদীতে পানির পরিমাণ বাড়লেও এক সময় পর তা কমতে শুরু করে। হিমবাহ গলনের প্রভাব এখন সিন্ধু অববাহিকা ও গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে অনুভূত হচ্ছে।