গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, ২জন নিহত

0

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু ঘটনাস্থলেই নিহত হয়।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি ট্রাক মেহেরপুর যাচ্ছিল। পথিমধ্যে চুয়াডাঙ্গার আলুকদিয়া তেল পাম্পের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাগে ট্রাকটির। এসময় ট্রাকের উপরে থাকা গরু ব্যাপারী আশরাফুল ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।

Share.

Comments are closed.