গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ হাজার মণ পাটসহ প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় পাটগুদামের পাশ্ববর্তী বেশ কয়েকটি বসত বাড়িও আগুনে পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে মহিমাগঞ্জ বাজারে আজাহার আলীর পাটের গুদামে আকষ্মিক অগ্নিকান্ডের সৃষ্টি হয়। মূহুর্তের মধ্যে আগুন সমস্ত গুদামে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।