গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রীসহ চার যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, সকালে একটি যাত্রীবাহী অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী- স্ত্রী ও সিএনজি চালক নিহত হন। তিনি বলেন, বাসটি ঢাকা থেকে আসা নৈশকোচ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথে শাকিল হোসেন নামে আরও এক জনের মৃত্যু হয়। অপরজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।