গাইবান্ধায় শয়ন কক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

0

গাইবান্ধা সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে নিজের শয়ন কক্ষ থেকে সঞ্জিদা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, একই গ্রামের মামুন মিয়ার সাথে গত ১ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই যৌতুক সহ নানা কারনে সাঞ্জিদার উপর অত্যাচার করে আসছিলো স্বামী সহ পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে কয়েকদফা পারিবারিক ভাবে মিমাংসা করা হলেও থেমে থাকেনি নির্যাতন। অবশেষে গত বৃহস্পতিবার রাতে নিজের ওড়না দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাস দিয়ে আত্মহত্যা করেন সানজিদা। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর জানা যাবে, এটি হত্যা নাকি আত্নহত্যা।

Share.

Comments are closed.