গাজীপুরে এক যুবক ছুরিকাঘাতে নিহত

0

গাজীপুরের কালীগঞ্জে ওয়াজ শুনতে গিয়ে মোঃ হৃদয় হাসান আলিফ নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকালে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন বাজার তিন রাস্তার মোড়ে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সোহেল রানা জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। আলিফের বন্ধুরা জানান, নরুন হাই স্কুল মাঠে ইসলামী মহা-সম্মেলনে গিয়ে আলিফের সঙ্গে দেখা হয়। রাত ৯টার দিকে ওয়াজ মাহফিলের পূর্ব দিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলো তারা। এসময় কয়েকজন ছেলে এসে আলিফকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে গণ্ডগোলের শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় আলিফ মাটিতে পরে আছে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share.

Comments are closed.