গাজীপুরে মালবাহী ট্রাক চাপায় প্রাণ গেল এক বাইসাইকেল আরোহীর। মঙ্গলবার সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তায় এই দুর্ঘটনা হয়। নিহতের নাম রবিউল ইসলাম।
জানা যায়, বাইসাইকেলে করে রাস্তা পারাপার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে জিএমপি বাসন থানার উপ—পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশটি শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। নিহত রবিউল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বেউলপাড়া ইউনিয়নের বুজরুক নুপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।